নারায়ণগঞ্জে পেট্রোল বোমায় দগ্ধ ১ জনের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৯:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Patrol-bomনারায়ণগঞ্জের রূপগঞ্জে পণ্যবাহী পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে ১ জন মারা গেছেন।

শনিবার ভোর সাড়ে ৪ টার সময় দগ্ধ আব্দুস সালাম (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসাধীন রয়েছেন অন্য ৫ জন।

তারা হলেন- কবির হোসেন (২৮), সোহেল (২৫), হেলাল (২৭), বিল্লাল (২৫), রাশেদ (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ১২ জন শ্রমিক পিকআপে করে পণ্য নিয়ে যাচ্ছিল। তাদের ভ্যানটি রূপগঞ্জের যাত্রামুড়া ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এ সময় পাঁচজন দগ্ধ ও একজন আহত হন। দগ্ধদের মধ্যে আহত হেলালের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৪টার দিকে একজন মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক মঈনুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালামের স্ত্রী ও স্বজনেরা হাসপাতালে আহাজারি করছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, পেট্রলবোমা নিক্ষেপকারীদের আটকের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ /এডি/বিপ্লব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G