অনুষ্ঠান ত্যাগ করলেন ব্যারিস্টার মইনুল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

aa-1425109481প্রয়াত সাংবাদিক এবিএম মূসার ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার পর বক্তব্য শেষ না করেই অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

ব্যারিস্টার মইনুল হোসেন বক্তব্য দেওয়ার সময় সংক্ষিপ্ত করা এবং কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করলে এ ঘটনার সূত্রপাত হয়। এ সময় কনফারেন্স রুমের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এবিএম মূসা-সেতারা ফাউন্ডেশন আয়োজিত এবিএম মূসার স্মরণসভা ও মুক্ত আলোচনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

একপর্যায়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সামনে ব্যারিস্টার মইনুল হোসেন টেবিল চাপড়াতে শুরু করেন। পরে অনুষ্ঠান থেকে চলে যান মইনুল হোসেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আসিফ নজরুল, রওনক হাসান, সিনিয়র সাংবাদিক আমানুল্লাহ কবীর প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G