বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের হানা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

satkhiraসাতক্ষীরার কালিগঞ্জে ময়না (১৫) নামের ১০ শ্রেণির এক ছাত্রীর বিয়ে বাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে বাবা, চাচা, দুলাভাইকে বিভিন্ন মেয়াদে সাজা ও এক মেহমানকে জরিমানা করেছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চম্পাফুল গ্রামে অপ্রাপ্ত বয়স্ক ১০ শ্রেণির ছাত্রী ময়না খাতুনের বিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদের নেতৃত্বে থানার ওসি শেখ এমদাদুল হকসহ পুলিশ সদস্যদের নিয়ে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এতে অপ্রাপ্ত বয়স্ক কন্যার পিতা মামুন হোসেনকে ১ মাস, চাচা জাহাঙ্গীর হোসেন ও দুলাভাই কাইয়ুমকে ৭ দিন করে সাজা দিয়েছেন। এসময় বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসা এক মহিলাকে ১শত টাকা জরিমানা করেন আদালত।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G