ঢামেকে দগ্ধ আরেক জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাকিল আহমেদ (১৮)।
এ নিয়ে হাসপাতালে বাসে আগুন ও পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ১৩ জন মারা গেলেন। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন আরো ৫০ জন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি ডেমরা ষ্টাফ কোয়ার্টারের সামনে পার্কিং করা অবস্থায় আশিয়ান সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে করে শাকিল ও ইয়াসিন নামের দু’জন অগ্নিদগ্ধ হন। পরে তাদের ঢামেকের ভর্তি করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন শাকিল।
চিকিৎসক পার্থ শংকর পাল জানান, নিহত শাকিলের শরীরের ৫০ ভাগই পুড়ে যায়।
প্রতিক্ষণ/এডি/নয়ন