অ্যাপলকে জরিমানা করল আদালত
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
আই টিউনস সফটওয়্যার তৈরিতে পেটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগে টেক জায়ান্ট অ্যাপলকে প্রায় ৫৩ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে টেক্সাসের একটি আদালত।
আই টিউনস অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন গান, ভিডিও ও গেমস আইফোনে ডাউনলোড করা যায়। স্মার্টফ্ল্যাশ উদ্ভাবিত এ প্রযুক্তি অনুমতি ছাড়াই অ্যাপল তাদের ফোনে ব্যবহার করেছে বলে অভিযোগ তোলে প্রতিষ্ঠানটি।
এদিকে, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। তবে এ ঘটনা অ্যাপলের পণ্য বিক্রিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে সন্তোষ প্রকাশ করেছে অভিযোগকারী প্রতিষ্ঠান স্মার্টফ্ল্যাশ। এর আগে গুগল, স্যামসাং ও এইচটিসির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে মামলা করেছে স্মার্টফ্ল্যাশ।
প্রতিক্ষণ/এডি/জয়