অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন আটক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বিজ্ঞান মনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যায় প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবী নামে একজনকে আটক করেছে র্যাব।
আজ সোমবার ভোরে তাকে যাত্রাবাড়ী থেকে আটক করা হয়। আটকের পর ফারাবীকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তরায় র্যাব সদর দপ্তরে দুপুর ২ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
এর আগে অভিজিৎ রায়কে হত্যা করার জন্য ফেসবুকে মন্তব্য করেন ফারাবী। এতে বলা হয়, ‘অভিজিৎ রায় আমেরিকায় থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’
তার আগে শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে আটক হন ফারাবী শফিউর রহমান। পরে তিনি জামিনে মুক্তি পান।
গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে বটতলায় অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলা চালনো হয়। অমর একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে তারা এ হামলার শিকার হন।
এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।
এই হত্যাকাণ্ডের পরদিন অভিজিৎ রায়ের বাবা অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রতিক্ষণ /এডি/আরিফ