বোমা-ককটেলবাজকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

police_bg_139905008পেট্রোলবোমা-ককটেল নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল।

সোমবার নাশকতার বিরুদ্ধে নগরীর ইপিজেড ও চান্দগাঁও থানা আয়োজিত পৃথক দু’টি সমাবেশে সিএমপি কমিশনার এ ঘোষণা দেন।

সমাবেশে জনতার উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, আগে সন্ত্রাসীদের টার্গেট ছিল পুলিশ আর এখন তাদের টার্গেট হচ্ছে সাধারণ জনগণ। পুলিশ আপনাদের পাশে আছে। আপনারা লাঠি হাতে তাদের প্রতিরোধ করুন। এদেশকে আমরা সন্ত্রাসের জনপদ হতে দিতে পারিনা।

সন্ত্রাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, পেট্রোলবোমা-ককটেল মেরে, সন্ত্রাস করে সরকার উৎখাত করা যায় না। যারা সন্ত্রাস করছেন তারা সাবধান হয়ে যান। আপনারা জনরোষের স্বীকার হবেন। তখন আমরা আপনাদের রক্ষা করতে পারবনা।

নাশকতা মোকাবেলায় পুলিশ সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, প্রত্যেক পুলিশ সদস্য দৈনিক ১২  ঘন্টা থেকে ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করছেন। তারা আন্তরিকতার সঙ্গে সন্ত্রাসীদের মোকাবেলা করে যাচ্ছে। এর ফলে চট্টগ্রাম শহরে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।

সিএমপি কমিশনার বলেন, অনেকে সন্ত্রাসকে মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে চাচ্ছেন। আমি বলতে চাই, মুক্তিযুদ্ধ দেশে একবারই হয়েছে, সেটা ১৯৭১ সালে।

ইপিজেড মোড়ে বে শপিং কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর পুলিশের বন্দর জোনের উপ কমিশনার হারুন অর রশিদ হাজারী। চান্দগাঁও থানা এলাকায় রিদম স্কয়ারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।

উভয় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার।

প্রতিক্ষণ/এডি/নয়ণ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G