সারাদেশে ২৫৮ প্লাটুন বিজিবি

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৮:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadবিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতারোধে রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ মঙ্গলবার (৩ মার্চ) ২৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জরুরি ভিত্তিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও ৭০ প্লাটুন।

বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে ২৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সোমবার (২ মার্চ) দিনগত রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা উঠে যাওয়ার পর  ভোর ৬টা থেকে তারা টহল শুরু করে।

তিনি জানান, মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। রাজধানী ঢাকার বাইরে থাকবে ২৫২ প্লাটুন বিজিবি। এর মধ্যে সাধারণ নিরাপত্তায় ১৪২ প্লাটুন থাকবে আর বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকবে ১১০ প্লাটুন বিজিবি। এই প্লাটুনগুলো ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে।

মোহসীন রেজান আরও জানান, প্রয়োজনে আরও ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G