জমি নিয়ে সংঘর্ষের জেরে নিহত এক
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত বাবলু মিয়া (৪২) রামপুর গ্রামের মৃত ভুলু মেম্বারের ছেলে।
আমরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রশিদ জানান, রামপুর গ্রামের মেহেদুলের সঙ্গে একই এলাকার মনসুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল।
সকালে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বাবলু গ্রামের লোকজনের সঙ্গে ঘটনাস্থলে যায়। একপর্যায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মেহেদুল বাবুলর পেটে ছুরিকাঘাত করে। এসময় তার ভাই পলাশ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই বাবলু মারা যান।
এঘটনার পর প্রতিপক্ষরা পালিয়ে যাওয়ার সময় মেহেদুল গ্রুপের শাকিল (২৩) নামের একজনকে লাঠিপেটা করে এলাকাবাসি। পরে গুরুতর আহতাবস্থায় পলাশ ও শাকিলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাকিল এবং পলাশের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
প্রতিক্ষণ/এডি/লিজা