গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খালেদার
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
দুর্নীতি মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার পক্ষে এ আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুপুর একটায় এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার শুনানিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন
এর আগে সোমবার অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, নিরাপত্তাজনিত কারণে আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া।
মামলাটির অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদার বড় ছেলে তারেক রহমানকেও বুধবার আদালতে হাজির করতে তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রতিক্ষণ/এডি/রবি