বাসচাপায় শেকৃবি ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ-ভাঙচুর

প্রথম প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

shere-bangla_logoবাসচাপায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের জেরে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাংচুর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় শেরেবাংলা নগর থানার সামনে বিক্ষোভ ও গাড়ি ভাংচুর করেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ৯টার সময় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটের সামনে বাসচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আলী আহমেদ আলিফ। তার বাড়ি বাহ্মণবাড়িয়া জেলায়।

সূত্র জানায়, বাসচাপায় আনিস নিহতের খবর ক্যাম্পাসে পৌঁছলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন।  ক্যাম্পাসে জড়ো হয়ে তারা পরে বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। তারা শেরেবাংলা নগর থানার সামনের রাস্তা বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষোভ মিছিল থেকে ২০টির মতো গাড়ি ভাংচুর করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছিল।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জানান, বাসচাপায় ছাত্র নিহতের পর শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G