কামারুজ্জামানের রিভিউ আবেদন বৃহস্পতিবার

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kamarujjaman 3মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে আইনজীবীরা বৃহস্পতিবার সকালে রিভিউ আবেদন করবেন ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সকালে তার আইনজীবীরা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

কামারুজ্জামানের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান।

এ সময় তার সঙ্গে আইনজীবী মতিউর রহমান আকন্দ, শিশির মো. মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও এহসান এ সিদ্দিক উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১ দিকে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

ওইদিন রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রায়ের কপি পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এরপর গত ২১ ফেব্রুয়ারিও কামারুজ্জামানের পাঁচ আইনজীবী তার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান।

২৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ। তারও আগে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

প্রতিক্ষণ /এডি/হামিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G