সরকারি অফিসে জি-মেইল, ইয়াহু নিষিদ্ধ

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৭ অপরাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mailসরকারি অফিসে জি-মেল, ইয়াহু’র মতো ই-মেল নেটওয়ার্ক নিষিদ্ধ করে দিল মোদি সরকার। একই সঙ্গে সরকারি অফিসে এবার থেকে কর্মীদের ইন্টারনেট ব্যবহারের দিকেও কড়া নজরদারি চালাবে কেন্দ্র।

কর্মসংস্কৃতি ফেরানোর উদ্যোগ, নাকি সরকারি কর্মীদের ‘জি হুজুর’ করে রাখার চেষ্টা? উদ্দেশ্য যা-ই হোক, কেন্দ্রীয় সরকারের নতুন ফতোয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে সরকারি কর্মী মহলে।

সম্প্রতি সরকারি অফিসে কর্মীদের ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত ‘ই-মেল পলিসি অফ গভর্নমেন্ট’ শীর্ষক একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সেই নির্দেশিকায় জানানো হয়, কেন্দ্রীয় সরকারি অফিসে জি-মেল বা ইয়াহু’র উপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদী সরকার।

অফিসে থাকাকালীন অফিসিয়াল কাজের জন্য সরকারি কর্মীরা শুধুমাত্র NIC ই-মেল পরিষেবা ব্যবহার করতে পারবেন।

প্রতিক্ষণ/এডি/রায়হান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G