অবরোধে তাঁতপল্লীতে নেই কর্মব্যস্ততা

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

তাঁতপল্লীজেলা প্রতিবদেক, প্রতিক্ষণ ডট কম

বিএনপির ডাকা টানা অবরোধের প্রভাবে সিরাজগঞ্জের তাঁতীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তিনটি কাপড়ের হাটে বেচা-বিক্রিতে পড়েছে ভাটা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসতে না পারায় সপ্তাহে প্রায় ৫শ কোটি টাকা লেনদেনের জায়গায় হচ্ছে মাত্র ৫০কোটি টাকা। লোকসানের মুখে শ্রমিকের মজুরি দিতে পারছেন না তাঁত ব্যবসায়ীরা, পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে।

টানা অবরোধের কারণে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে নেই আগের সেই কর্মব্যস্ততা।

সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুর সহ কয়েকটি স্থানে সপ্তাহে ১০টি হাট বসে। হাটগুলোতে তাঁতীরা যথারীতি রং-বেরংয়ের বাহারী শাড়ী-লুঙ্গীর পসরা সাজিয়ে বসলেও টানা অবরোধের কারনে ব্যাপারীরা আসতে পারছেন না। তাই বিক্রি নেই বললেই চলে। অনেকেই হাত-পা গুটিয়ে বসে আছেন।

অবরোধ উপেক্ষা করে যারা হাটে এসেছেন তারা দাম বলছেন কম। লাভ তো দূরের কথা লোকসান গুনতে হচ্ছে তাঁতীদের।

বাজার ভাল না থাকায় বেচা বিক্রি কম হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরাও।

বিরুপ অবস্থার কারনে সিরাজগঞ্জের দেড় লাখ তাঁতের এই শিল্পযজ্ঞে প্রতি সপ্তাহে অন্তত সাড়ে ৪শ কোটি টাকার কাপড় অবিক্রিত থাকায় মন্দাভাব দেখা দিয়েছে।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G