কেপিসিএল’র দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার প্রস্তাব অনুমোদন

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

KPCLপুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার (কেপিসিএল) কোম্পানির দুই সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করার আবেদন অনুমোদন করেছে উচ্চ আদালত। সহযোগী প্রতিষ্ঠান দুটি হচ্ছে- খান জাহান আলী পাওয়ার কোম্পানি ও খুলনা পাওয়ার কোম্পানি ইউনিট টু লিমিটেড।

এর আগে খুলনা পাওয়ার কোম্পানি তার দুই সহযোগী প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলো। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি উচ্চ আদালতে আবেদন করেছিল।

গত ৩ মার্চ মঙ্গলবার খুলনা পাওয়ারের আবেদন অনুমোদন করেছে উচ্চ আদালত। এর ফলে খুলনা পাওয়ার কোম্পানি একীভূত সহযোগী প্রতিষ্ঠান দুটির সব লাইসেন্স এবং সম্পদের দেখভাল করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G