কামারুজ্জামানের রিভিউর শুনানি রোববার
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য হবে আগামী রোববার।
বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করার বিষয়ে করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান সিদ্দিকী এ আদেশ দেন।
এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মোহম্মদ মনির।
শিশির মনির বাংলামেইলকে বলেন, ‘আগামী রোববার কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানির জন্য দিন নির্ধারণ করা হবে। ওই দিন আদালতে আবারও এ আবেদনটি উপস্থাপন করা হবে, শুনানি শেষে আদালত দিন নির্ধারণ করে দিবেন- কবে থেকে কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি শুরু হবে।’
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে কামারুজ্জামানের পক্ষে তার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করা হয়। যার নম্বর ৮/২০১৫ ইং।
এ প্রসঙ্গে সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, ‘কামারুজ্জামান যেহেতু তার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন তাই তার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে।’
প্রতিক্ষণ/এডি/রেজা