জমি নিয়ে বিরোধের জেরে কৃষক খুন

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

foridpurজমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরে ধারালো অস্ত্রের আঘাতে জবেদ আলী শেখ (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সালথা উপজেলার বাউশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন— আইয়ুব আলী, ওহাব শেখ, সম্রাট শেখ, রুপু শেখ ও মো. মকিম। তাদের মধ্যে রুপু শেখ গুরুতর জখম থাকায় তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় পাঠাতে বলা হয়েছে।

হতাহত সবাই ওই গ্রামের অধিবাসী।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের জলিল শেখ ও রুপু শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সকালে রুপু শেখের লোকজন মামলা চলা একটি জমিতে কাজ করতে গেলে বাধা দেয় জলিল শেখের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় জবেদ আলী শেখ নিহত হন। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ /এডি/রাব্বি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G