দগ্ধ ট্রাকচালক মারা গেছেন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মাদরাসা এলাকায় বুধবার গভীর রাতে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ ট্রাকচালক সেলিম (৪০) মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে নওগাঁর মহাদেবপুর থেকে ট্রাকে করে আলু নিয়ে ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের পিঠালিতলা এলাকার সেতাবুর রহমানের ছেলে সাহেব আলীর)।
ফেরার পথে গোমস্তাপুরের মাদসার মোড় এলাকায় দুর্বৃত্তের পেট্রোলবোমা হামলার শিকার হন।
ওই ঘটনায় ব্যবসায়ী সাহেব আলীর সঙ্গে দগ্ধ হয়েছেন ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের জালমাছমারি এলাকার আলাউদ্দিনের ছেলে সেলিম (২৬), হেলপার একই জেলার শিবগঞ্জ এলাকার ওমার আলীর ছেলে ফিরোজ (৩০)।
রামেক হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, ট্রাকচালক সেলিমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিলো। অবস্থা আশঙ্কাজনক থাকায় ট্রাকচালক সেলিমকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে সেলিম মারা যান।
প্রতিক্ষণ /এডি/মিলন