৮ ব্যাংকের বিরুদ্ধে অনুমোদনহীন খরচের অভিযোগ

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ৮:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

taka_sm_786483452কাগজ-কলমে হিসাব না রেখে বেনামে খরচের অভিযোগ পাওয়া গেছে বেসরকারি খাতের আট ব্যাংকের বিরুদ্ধে। ব্যয়ের হিসাব না রেখে খরচ করায় উল্লেখিত ব্যাংকগুলোর বিরুদ্ধে কর আদায় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যে কোনো ব্যাংকের আয়-ব্যয়ের সব ধরনের হিসাব নিকাশ করতে লিখিত কাগজ (ভাউচার) ব্যবহার করতে হবে।

কিন্তু মার্কেন্টাইল, প্রাইম, সাউথ ইস্ট, পূবালী, এক্সিম, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এনসিসি ও ইসলামী ব্যাংক গত দুই অর্থ বছরে ২৩৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ৪৯২ টাকা খরচ করেছে। যার কোনো কাগজপত্র বা ভাউচার খুঁজে পায়নি অডিটররা।

আয়-ব্যয়ের হিসাবে যোগ না করেই কাগজপত্র ছাড়াই খরচ করেছে এসব টাকা। এই খরচের  মধ্যে রয়েছে- মার্কেন্টাইল ব্যাংকের ৫৭ কোটি ৭১ লক্ষ ১শ’ ৬৮ টাকা, প্রাইম ব্যাংকের ৩৭ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৪শ’ ৫৮ টাকা, সাউথ ইস্ট ব্যাংকের ৩৪ কোটি ৭৮ লক্ষ ৮১ হাজার ৯শ’ ৬৩ টাকা, পূবালী ব্যাংকের ১৮ কোটি ২৩ লক্ষ ৯৬ হাজার ৭৫ টাকা, এক্সিম ব্যাংকের ২৩ কোটি ৮৮ লক্ষ ৯৯ হাজার ৯শ’ ২২ টাকা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৫ কোটি ৮৩ লক্ষ ৫০ হাজার ৬শ’ ২০ টাকা, ইসলামী ব্যাংকের ৪ কোটি ১৩ লক্ষ ১৩ হাজার ১৬ টাকা, এনসিসি ব্যাংকের ১ কোটি ৮ লক্ষ ১৭ হাজার ২শ’ ৭০ টাকা।

এছাড়াও ৫টি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে অতিরিক্ত লভ্যাংশ করের ২২ কোটি ৬৬ লক্ষ ৫৬ হাজার ২ শত ৬ টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির ২১তম  বৈঠকে এসব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।

ব্যাংকগুলোর ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থ বছরের হিসাবের ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G