৩৪তলা কাঠের তৈরি ভবন

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

photo-1425383872কাঠ দিয়ে সর্বোচ্চ কত তলা ভবন তৈরি করা যায়? কারো উত্তর হবে দুই, কারো তিন। তবে অস্ট্রিয়া ও সুইডেন যে পরিকল্পনা নিয়েছে, তার কাছে আমাদের সব কল্পনাই নস্যি। দেশ দুটিতে ৩৪তলা পর্যন্ত কাঠের ভবন তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই পরিকল্পিত এসব স্থাপনার কাজ শুরু হবে।

ভিয়েনার নকশাবিদদের বরাত দিয়ে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা জানায়, আগামী বছর শুরু হবে ২৭৫ ফুট উঁচু ভবনের কাজ, যার বেশির ভাগ অংশই হবে কাঠের। আনুমানিক ২৫তলা ভবনটি তৈরিতে ব্যয় হবে ছয় কোটি ৭০ লাখ ইউরো।

সুইডেনের স্টকহোমেও একটি ৩৪ তলা কাঠের ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৩ সালে ভবনটির কাজ শেষ হবে বলে জানা গেছে।

কংক্রিটের বদলে কাঠের ভবন তৈরি করায় কার্বন নির্গত হবে কম। কারণ কংক্রিট তৈরির পক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন তৈরি হয়। অন্যদিকে কাঠ প্রক্রিয়ায় কার্বন নির্গমন তেমন নেই বললেই চলে। উল্টো কাঠের মধ্যে কার্বনডাই-অক্সাইড সঞ্চিত হয়। প্রতি ঘনমিটার কাঠে বছরে প্রায় একটন কার্বন জমতে পারে। ভিয়েনার কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫তলা কাঠের ভবন তৈরি করলে কংক্রিটের ভবন তৈরির চেয়ে দুই হাজার ৮০০ টন কার্বন কম নির্গত হবে।

শুধু অস্ট্রিয়া ও সুইডেনই নয়, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত অনেক দেশেই কাঠের বহুতল ভবন তৈরি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কাঠের ভবনে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা পাওয়া যায়। মোটা কাঠের বাইরের অংশ পোড়ে। কিন্তু ভিতরের অংশ টিকে যায়। আর কাঠের বহুতল ভবনের ক্ষেত্রে অগ্নিকাণ্ড রোধে কিছু বিশেষ সতর্কতার পরিকল্পনা রাখা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই বাড়ি তৈরির জন্য কাঠ ব্যবহার করা হয়। তবে কাঠের স্থাপনায় আগুন, ঘুণপোকার উপদ্রবের মতো কিছু সমস্যা দেখা যায়। তবে যত্ন নিলে কাঠের স্থাপনা কংক্রিটের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।

বিশ্বের সবচেয়ে প্রাচীন কাঠের ভবনটি হলো জাপানের হরয়ু-জি মন্দির, যা তৈরি হয়েছে ৬০৭ খ্রিস্টাব্দে। ভূমিকম্পনপ্রবণ এলাকায় থাকা সত্তেও এটি প্রায় দেড় হাজার বছর ধরে টিকে আছে।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G