সৌরশক্তি চালিত ড্রোন আনছে গুগল
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
এ বছরেই আকাশে উড়বে গুগলের ড্রোন টাইটান। আর এর বিশেষত্ব হচ্ছে এটি চলবে সৌরশক্তিতে। এত দিন জল্পনা কল্পনা থাকলেও এবার গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই এই ঘোষণা এলো।
‘পৃথিবীর ৪০০ কোটি মানুষকে ইন্টারনেটের সাথে যুক্ত করার জন্য তিনটি আলাদা কর্মসূচি নিয়ে কাজ করছে গুগল। এর সবই বড় ধরনের কর্মসূচি। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রজেক্ট টাইটান।
এই প্রকল্পের আওতায় সৌরশক্তিচালিত হালকা ড্রোন নিয়ে গবেষণা চলছে। এসব ড্রোন দূরনিয়ন্ত্রিত স্যাটেলাইট হিসেবেও কাজ করতে পারবে।’
ড্রোন টাইটান স্যাটেলাইট প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে বলে মনে করছেন গুগলের বিজ্ঞানীরা। প্রাকৃতিক দুর্যোগের সময় বিপদ বুঝলে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এসব ড্রোন।
গত কয়েক বছরে গুগল যে তিনটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করেছে সেগুলো হলো প্রজেক্ট লুন (Loon), প্রজেক্ট টাইটান (Titan) ও প্রজেক্ট ব্ল্যাংক (Blank)। এর মধ্যে প্রজেক্ট লুনের আওতায় কিছু বড় আকারের বেলুন তৈরি করে তা আকাশে ছেড়ে দেওয়া হবে এবং এসব বেলুন ভাসমান সেল টাওয়ার হিসেবে কাজ করবে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় এরইমধ্যে প্রজেক্ট লুনের পরীক্ষা চালিয়েছে গুগল।
এক বছর ধরে প্রজেক্ট ব্ল্যাংক নিয়ে কাজ করছে গুগল। এর মাধ্যমে শহর ও গ্রামের মধ্যে যোগাযোগ কীভাবে বাড়ানো যায় তা নিয়ে গবেষণা চলছে। এই বছর আফ্রিকাতে গুগল ব্ল্যাংকের অধীনে কাজ শুরু করা হতে পারে।
ইন্টারনেট বঞ্চিত দরিদ্র মানুষদের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে ফেসবুক ও ইন্টারনেট ডটওআরজির সাথে যৌথভাবে কাজ করছে গুগল।
প্রতিক্ষণ/এডি/জয়