বৈদ্যুতিক গাড়ি হাজার কিলোমিটার চলবে এক চার্জে
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
জেনেভা মটর শো’তে সম্প্রতি নতুন ধরনের ২০০ কিলোমিটার গতির বৈদ্যুতিক শক্তিচালিত গাড়ি এনে সবাইকে অবাক করে দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা কোয়ান্টিনো। গাড়িটিতে ব্যবহৃত হয়েছে ন্যানো-ফ্লোসেল প্রযুক্তি, যা মূলত গাড়িটিকে এক চার্জে এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রমে সাহায্য করবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মটরিডস।
রাস্তায় ধোঁয়া ও শব্দ না হওয়ায় পরিবেশ দূষণও কম হয় বৈদ্যুতিক গাড়ির। জেনেভা মটর শো’তে বিশ্বের যাবতীয় বিখ্যাত গাড়ি নির্মাতারা তাদের নির্মিত সর্বশেষ মডেলের গাড়ি নিয়ে হাজির হয়। আর এ শোতেই সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত গাড়িটি এনে সবাইকে অবাক করে দিয়েছে জার্মান এ গাড়ি নির্মাতা।
আর তাই সরকারের দেওয়া নানা প্রণোদনায় বৈদ্যুতিক গাড়ি সারা বিশ্বেই ক্রমে বাড়ছে।গাড়িটি বাজারে আসলে এর দাম কেমন হবে তা এখনও জানায়নি নির্মাতারা।
প্রতিক্ষণ/এডি/জয়