বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বগুড়া সদর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।
আহতদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- একই পরিবারের সান্ত (৪৫) ছোটবোন আফরোজা (২২) ও তার ছেলে নূরুল ইসলাম (০৩) এদের বাড়ি বাঘোপাড়ার দক্ষিণপাড়া গ্রামে। অন্য দু’জন হলেন- আহমদ আলী (৭০), লয়া মিয়া (৬০) এদের সদরের ঠেঙ্গামারায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, সকাল ১০টার দিকে বাসটি যাত্রী নিয়ে বগুড়া বাসটার্মিনালে আসছিল। পথে বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়র সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছে। তবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি বাসার।
প্রতিক্ষণ/এডি/রেজা