প্রাইম ব্যাংক- ওয়াটারক্রেস রেস্টুরেন্ট চুক্তি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বেসরকারি প্রাইম ব্যাংক ও ওয়াটারক্রেস রেস্টুরেন্টের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং (মোনার্ক) এবং প্লাটিনাম কার্ড-এর গ্রাহকরা ওয়াটারক্রেস রেস্টুরেন্ট-এর আ-লা-কার্ট মেনুতে ১২ দশমিক ৫ শতাংশ ছাড় পাবেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং ওয়াটারক্রেস রেস্টুরেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আফতাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/জামান