সংকট সমাধানে বি. চৌধুরীর ৩ প্রস্তাব

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bodruচলমান রাজনৈতিক সংকট সমাধানে তিন প্রস্তাব দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ প্রস্তাব দেন।

গণতন্ত্র, আইনের শাসন, মানবধিকার সংরক্ষণ, শান্তি প্রতিষ্ঠা ও সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রস্তাবগুলো হলো, প্রথমত: বর্তমান রাষ্ট্রপ্রতির অধীনে একটা জাতীয় সরকার গঠন, যারা নবম জাতীয় সংসদে সদস্য ছিলো  তারা জাতীয় সরকারে মন্ত্রী হতে পারবে কিন্তু নির্বাচনে নির্বাচনে অংশ নিতে পারবে না।

দ্বিতীয়ত: সরকার প্রতিষ্ঠার পর প্রথম কাজ হবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। এই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে।

তৃতীয়ত: এই নির্বাচন হতে হবে তিন থেকে ছয় মাসের মধ্যে।

বি চৌধূরী বলেন, দেশ এখন গণতন্ত্রের অপেক্ষায় আছে, যে দেশেয় ৯০ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে তাদেরকে ঠেকিয়ে রেখে কেউ টিকতে পারবে না।

বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন সংলাপে বসছেন না । একদিন  আপনারা সংলাপের কথা বলবেন, কিন্তু তখন তা বিলাপে পরিণত হবে।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাথেন, ড্যাবের সভাপতি ড. আজিজুর হক, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/ইমরান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G