বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বান্দরবানে মাল বোঝাই গাড়ি ( ডাম্পার) গাড়ি উল্টে ২ জন নিহত হয়েছে। এসময় সেনা সদস্যসহ আহত হয়েছেন আরো ৪ জন।
শনিবার দুপুরে জেলার আলীকদম-থানছি সড়কের ১৯ কিলোমিটার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বশির আহামদের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও শামসুল আলমের ছেলে শাখের আহম্মদ (২৩)।
তারা দুজনেই কক্সবাজারের দক্ষিণ পূর্বপালং পাড়ার বাসিন্দা।
আহতরা হলেন- শ্রমিক মোহাম্মদ জকরিয়া, নুরুল ইসলাম, সেনাসদস্য ডাম্পার চালক ও চালকের সহকারী দুজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার আলীকদম-থানছি অভ্যন্তরীণ সড়ক নির্মাণে মালামাল পরিবহণের কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাক (মাল বোঝাই গাড়ি) আলীকদম উপজেলায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই সড়ক নির্মাণ কাজে নিয়োজিত দুই শ্রমিকের মৃত্যু হয়।
খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের আলীকদম সেনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিক্ষণ /এডি/মিজান