সিটি নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা এরশাদের

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

ARSHAD-1420094562আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। রোববার বনানীস্থ জাপা কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায়  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা উত্তরে বাহাউদ্দীন বাবুল এবং ঢাকা দক্ষিণের প্রার্থী হিসেবে হাজি সাইফুদ্দীন আহাম্মেদ মিলনের নাম ঘোষণ করেন।

 সভায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘নব্বই সালের পর থেকে দেশে কোনো গণতন্ত্র নেই। একানব্বই সালে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। আজ থেকে জাতীয় পার্টি গণতন্ত্র পুনরোদ্ধারের দায়িত্ব নেবে।’

আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘মানুষ মেরে ক্ষমতায় যেমন থাকা যায় না। তেমনি মানুষ মেরে ক্ষমতায় যাওয়াও যায় না। দুই দলের প্রতি মানুষের আস্থা নেই। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ এসেছে।’

ঢাকা সিটি নির্বাচনের ব্যাপারে এরশাদ বলেন, ‘যারা মেয়র প্রার্থী হন, তাদের ক্ষেত্রে দেখা হয় কার কতো টাকা আছে। এটা কি গণতন্ত্রের মূলমন্ত্র? নির্বাচনের জন্য ৫ থেকে ১০ কোটি টাকার দরকার। কার আছে এ টাকা? টাকা খরচ করতে পারে না বলেই সংসদে ভালো লোক আসতে পারে না। কেননা তাদের সে সামর্থ নেই।’

এ দেশে ক্ষমতা ছাড়া গণতন্ত্র নেই জানিয়ে এরশাদ বলেন, ‘আমরা ক্ষমতানীতির কবর রচনা করবো।’

জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে সকাল ১১টা থেকে শুরু হওয়া যৌথ সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের জাতীয় পার্টির প্রার্থী বাহাউদ্দীন বাবুল, দক্ষিণের প্রার্থী হাজী সাইফুদ্দীন আহাম্মেদ মিলন, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম এসএম ফয়সাল চিশতি, এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়, যুব সংহতির সভাপতি জাপার সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নূরুল ইসলাম নুরু প্রমুখ।

সভা শেষে এরশাদ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঢাকা উত্তরে বাহাউদ্দীন বাবুল এবং ঢাকা দক্ষিণের প্রার্থী হিসেবে হাজি সাইফুদ্দীন আহাম্মেদ মিলনের নাম ঘোষণা করা হয়।

প্রতিক্ষণ/এডি/রাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G