বিদেশিদের কথায় দেশ চলবে না

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৫:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

shahjahan khan_42805-1422116258নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।সংবিধান উপেক্ষা করে কোনও বিদেশির কথায় দেশ চলবেনা।

তিনি বলেন, সংবিধান উপেক্ষা করা যাবেনা। কূটনীতিকদের কথায় দেশওে  চলবে না। আর  দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে এ দেশের মানুষ।

রোববার সকাল ১১টার দিকে মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশিরের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নৌমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের ত্রিশ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। আর এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে বিদেশিদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা কোনো ক্রমেই হবে না।

তিনি বলেন, আমাদের সমস্যা আমরাই সমাধান করবো। সেই সঙ্গে সন্ত্রাসকে মোকাবেলা করেই আমরা এগিয়ে যাবো।

মন্ত্রী এ সময় বিএনপির টানা অবরোধ আর হরতালের কঠোর সমালোচনা করেন।
কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহযোগী অধ্যাপক ইয়াকুব খান শিশিরের অণুগল্প ‘হুক’ এবং ‘গলে পড়ে বরফ সময়’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক বশীর আহম্মদ ও কাজল অ্যান্ড ব্রাদার্সের সত্ত্বাধিকারী অলিউল আহসান কাজল।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G