ব্লগার রাজীব হত্যার শুনানি মার্চের ১৮

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

a-a-a-SSMM-120130215231447ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় প্রধান আসামি আনসারুল্লাহ  বাংলাটিমের প্রধান শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামি ১৮ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

 আজ রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিনের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি হয়।

 কারাগারে থাকা মামলার প্রধান আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মুহাম্মদ জসীমউদ্দিন রাহমানীসহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী এসময় আদালতে হাজির ছিলেন।রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন মহানগর পিপি অ্যাডভোকেট আবদুল্লাহ আবু।

অপরদিকে অভিযোগ গঠন করার মতো কোন উপাদান নেই মর্মে আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল, মাসুদ আহমেদ তালুকদার, মাসুদ রানা, এম এ খায়রুল হক লিটন ও মো. ফারুক।

 শুনানি শেষে আদালতের বিচারক মো. রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনালে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে বিচারক আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেন।

 এর আগে গত ২৮ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন আসামিদের বিরুদ্ধে হত্যার অপরাধে অভিযোগপত্র দাখিল করেন।

 অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রুম্মান, মো. নাঈম সিকদার ওরফে ইরাদ, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ ওরফে রানা। এদের মধ্যে রানা পলাতক। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

 ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রাজীব হায়দার শোভনকে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G