শরীরে পানি জমা প্রতিরোধ করুন

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৯:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

paniসচরাচর টের না পেলেও কম বেশি প্রতিটি মানুষেরই শরীরে পানি জমে থাকে। পুরুষদের তুলনায় নারীদের শরীরে পানি জমে বেশি। ভয়ের কোনো কারণ, এটা খুবই সাধারণ বিষয়। ভয়ের কারণ তখনই যখন তা মাত্রা ছাড়িয়ে যায়।

এর পেছনে কাজ করে বেশ কিছু হরমোন।তবে কিছু সাবধানতা অবলম্বন করলেই শরীরে এই বাড়তি পানি আসা রোধ করা সম্ভব।

চলুন তাহলে জেনে নিই শরীরে পানি জমা রোধে যা করবেন:

১. প্রচুর পানি পান করুন:
শরীরে জমে থাকা বাড়তি পানি বের করে দেবার একটি কার্যকর পদ্ধতি হলো প্রচুর পরিমাণে পানি পান করা। পানি আপনার শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বর্জ্যের মাধ্যমে বের করে দেবে। জমে থাকা দূষিত পানি শরীর থেকে বের হয়ে যাবে।

২. পুষ্টিকর খাবার খান:
পুষ্টিকর ও সুষম খাবার খান। কারণ খাবারও পানি জমা প্রতিরোধে ভূমিকা রাখে। প্রচুর পরিমাণে এমন ফল খান যাতে জলীয় অংশ বেশি থাকে। যেমন কমলা, নাশপাতি, টমেটো, গাজর, আঙুর, বরই, কেশর, তরমুজ, ফুটি ইত্যাদি।

৩. জীবনযাপনে আনুন পরিবর্তন:
জীবনযাপনে নিয়ে আসুন সাধারণ কিছু পরিবর্তন। নিয়মিত ব্যায়াম করুন। একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। খুব বেশি টাইট পোশাক পরবেন না। ইলাস্টিক দেয়া পোশাক যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৪. যাত্রায় সতর্কতা:
পা ঝুলিয়ে বেশিক্ষণ বসে থাকবেন না। দূরের যাত্রায় পা যতটা সম্ভব ওপরে তুলে রাখুন। এতে অস্বস্তি দূর থাকবে এবং শরীরে পানি জমা প্রতিরোধ করবে। টাইট মোজা পরে দীর্ঘযাত্রায় যাবেন না।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G