৩ সেকেন্ডে ৬০ কিলোমিটার পর্যন্ত গতি
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীর এবারের আকর্ষণ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের বিদ্যুৎ চালিত গাড়ি।
৪ সিট বিশিষ্ট ‘কোয়ান্ট এফ’ মডেলের আর্কষণীয় একটি গাড়ি জেনেভা অটো’শো’তে আসা সুপার কার। কারণ, কোন ধরনের জ্বালানি তেল কিংবা পরিবেশ দূষণ না করে মাত্র ৩ সেকেন্ডে এটি তুলতে পারবে ৬০ কিলোমিটার পর্যন্ত গতি। প্রতিবার চার্জ দেয়ার পর গাড়িটি সার্ভিস দেবে ৮শ’ কিলোমিটার পর্যন্ত, যেখানে অন্যান্য বৈদ্যুতিক গাড়িগুলো চলতে পারে ৪শ’ কিলোমিটার পর্যন্ত।
তবে ব্যাটারির মেয়াদের ব্যাপারে অনিশ্চয়তার কারণে এখনো সেভাবে গ্রাহকদের মন জয় করে নিতে পারেনি ‘কোয়ান্ট এফ’ এর মতো ব্যাটারি চালিত গাড়িগুলো।
ইউরোপের বাইরের ক্রেতাদের মন জয় করতে এ প্রদর্শনী বিশাল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। সেই সাথে গাড়ি চালানোর ক্ষেত্রে জ্বালানি নির্ভরতা কমিয়ে আনা এতো সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্যালেক্সপো সেন্টারে আয়োজিত এবারের প্রদর্শনীতে রয়েছে রেনাল্ট, নিসান, অডি এবং বিএমডব্লিউ’র বৈদ্যুতিক গাড়ি। সব সমালোচনা ছাপিয়ে ৮৫তম জেনেভা কার শো’র এবারের আসর ইউরোপের গাড়ির বাজারে সুদিন ফেরাবে বলে প্রত্যাশা আয়োজকদের।
এবারের প্রদর্শনীতে ৯শ’টিরও বেশি গাড়ি নিয়ে অংশ নিয়েছে বিশ্বের ৩০টি দেশের অন্তত ২শ’ ২০টি প্রতিষ্ঠান। প্রদর্শনীটি চলবে ১১ই মার্চ পর্যন্ত।
প্রতিক্ষণ/এডি/জয়