বান্দরবানে ৭২ ঘন্টার হরতাল চলছে

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম

Bandarban_bg_383167274বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি সন্তু লারমার আগমন ঠেকাতে বাঙালি সংগঠন জাগো পার্বত্যবাসীর ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল চলছে।

হরতালের সমর্থনে বুধবার (১১ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং ও কালো পতাকা মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা।

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।  এ সময় সংগঠনটির সভাপতি আবিদুর রহমান, বাঙালি নেতা মোহাম্মদ কামাল, আব্দুল আলীম মুন্না, যুব নেতা গোলাম সরোয়ার সোহাগ, শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াছিন উপস্থিত ছিলেন।

এদিকে, হরতালের প্রথম দিনে শহরে সব ধরনের দোকান-পাট, দ‍ূরপাল্লা ও ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি কার্যালয়, ব্যাংক ও আদালত পাড়ায় লোকজনের উপস্থিতি অন্যদিনের তুলনায় কম দেখা গেছে।

এদিকে, সন্তু লারমার আগমন ঠেকাতে বান্দরবান বাস স্টেশন, রোয়াংছড়ি বাস স্টেশন, চন্দ্রঘোনা সড়কের বালাঘাটা এলাকা, ট্রাফিক মোড়, সুয়ালক এলাকায় পিকেটাররা অবস্থান নিয়েছে।

জাগো পার্বত্যবাসী সংগঠনের সভাপতি আবিদুর রহমান জানান, বান্দরবান সদরের ফারুকপাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিতে ১১, ১২ ও ১৩ মার্চ তিন দিনের সফরে বান্দরবান আসার কথা রয়েছে সন্তু লারমার।

পাহাড়ে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে যে কোনো মূল্যে সন্তু লারমার বান্দরবান সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাঙালিদের সংগঠন জাগো পার্বত্যবাসীসহ কয়েকটি সংগঠন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন বাংলানিউজকে জানান, সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G