বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
খুলনার কয়রায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হাসান আলী সানা (৪৫) নামে এক বনদস্যু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
হাসানের বাড়ি কয়রা উপজেলায়। তার লাশ বর্তমানে কয়রা থানায় রয়েছে। ময়নাতদন্তর জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে বলে।
হাসান বনদস্যু রাঙ্গা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে পুলিশ। এ সময় চারটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
কয়রা থানার (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগনের গাবুরা থেকে বনদস্যু হাসান আলী সানাকে আটক করে।
রাত ৩টার দিকে তাকে নিয়ে অস্ত্রউদ্ধার অভিযানে সুন্দবনের হংসরাজের চরে গেলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাসান আলী সানার লাশ উদ্ধার করে। একই সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী বন্দুক, তিনটি পাইপগান, ১০ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করে।
ওসি জানান, হাসানের নামে খুলনার উপকূলীয় তিনটি থানায় ৫টি মামলা রয়েছে।
প্রতিক্ষণ /এডি/রাহাত