সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের মানববন্ধন শনিবার

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (5) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার (১৪ মার্চ) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সংসদের সদস্য একেএম এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।

মানবন্ধনে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, খালেদা জিয়া মিথ্যাচারিণী খলনায়ক। তার কথা শুরু হয়েছে মিথ্যা জন্মদিন দিয়ে। এমন কোনো দিন বা ক্ষণ নেই, তিনি মিথ্যা বলেন নি। তিনি বলেন, তাদের ষড়যন্ত্র শুরু হয়েছে মানুষ হত্যার মধ্য দিয়ে। ৭১, ৭৫ হয়ে এখন পর্যন্ত তাদের মানুষ হত্যার ষড়যন্ত্র চলছে।

জয়কে অপহরণের চেষ্টা করেছিলো ৭১-এ পরাজিতদের দোসররা। জামায়াত-শিবির-বিএনপির রাজনীতির কবর রচনা করতে হবে। আমরা শেষ জঙ্গী (খালেদা) নির্মূল হওয়া পর্যন্ত মাঠে থাকবো। এসময় তিনি খালেদা জিয়াকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা দাবি জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, খালেদা জিয়া মানুষ হত্যাকারীই নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনেরও হত্যাকারী। আপনাকে (খালেদা জিয়া) জাতি কোনোদিন ক্ষমা করবে না।

মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন- ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সম্পাদক শামছুল কবির রাহাত, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাবি সভাপতি মেহেদী হাসান, ঢাকা মানগর উত্তরের সভাপতি এসএম রবিউল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G