শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নেই
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নেই বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।
শুক্রবার দুপুরে বান্দরবানের ফারুকপাড়া কমিউনিটি হলে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বান্দরবান জেলা শাখার ১৬তম বার্ষিকী ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুন্ম জনগণের বিরুদ্ধে সব রাষ্ট্রীয় আগ্রাসন রুখতে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অসহযোগ আন্দোলনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধের ডাক দিয়ে তিনি আরো বলেন, ‘আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরকার শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সময়সূচি ভিত্তিক কার্যকর কর্মপরিকল্পনা যদি হাতে না নিয়ে থাকে, তাহলে পার্বত্য অঞ্চলের বুকে ১ লা মে থেকে লড়াই শুরু হবে।’
সন্তু লারমা আরো বলেন, ‘আমরা শ্বাসরুদ্ধকর পরিবেশে জীবনধারণ করতে বাধ্য হচ্ছি, এই জীবনকে মেনে নিতে পারি না, পারব না। আমরা সুষ্ঠু জীবন ফিরে পেতে চায়।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা পার্বত্য চুক্তি স্বাক্ষর করেছিলাম, এখন চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। সরকার বড় বড় বুলি আওড়িয়ে বলছে চুক্তি বাস্তবায়ন করছে। অধিকাংশ বাস্তবায়ন হয়ে গেছে। কার্যত সেখানে শুভঙ্করের ফাঁকি আছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আঞ্চলিক পরিষদ সদস্য ক্য এস মং, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) জেলা সভাপতি মিল্টন ত্রিপুরা, জলি মং মার্মা, ক্যা বা মং মার্মা, অং থোয়াই চিং মার্মা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতারাসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ /এডি/মুম্রিং