নাশকতা বন্ধে মানববন্ধন শিক্ষক-শিক্ষার্থীদের

প্রথম প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম

raman_dass_BG_237460676নাশকতা বন্ধের দাবিতে ক্লাশ ছেড়ে রাস্তায় নেমেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজে একযোগে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কলেজের কর্মকর্তারা।

চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ,সরকারি কমার্স কলেজ, নাজিরহাট কলেজ, হাটহাজারী কলেজ, রাউজান কলেজ, বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজ, এমইএস কলেজসহ নগরী ও বিভিন্ন উপজেলায় শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক আলেক্স আলীম বলেন, চট্টগ্রামের সব কলেজে শিক্ষক শিক্ষার্থীরা সহিংসার প্রতিবাদে মানববন্ধন করেছে। শিক্ষকরা চায় পড়াতে আর শিক্ষার্থীরা চায় পড়তে। রাজনৈতিক কর্মসূচির নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত চলছে। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। সহিংস আন্দোলন বন্ধ করে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা প্রয়োজন।

শিক্ষাব্যবস্থা বিপর্যয়ের পথে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে হবে।  সহিংসকারীদের কবল থেকে দেশরক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার  বলেন, সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষাঙ্গনে, যা শিক্ষার্থীদের জন্য অপূরণীয় ক্ষতি। এভাবে চলতে থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা বলে কিছু থাকবে না। আমরা এ ধরণের রাজনৈতিন সহিংস আন্দোলনকে সমর্থন করি না। তাই কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছি।

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় সারাদেশের ২ হাজার ১৫৪টি কলেজে একযোগে মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য অধ্যঅপক ড. হারুন অর রশিদ।

প্রতিক্ষণ/এডি/রোহান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G