খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৯:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

railযশোর-খুলনা রেল রুটের সিঙিয়া এলাকায় মালবাহী ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হওয়ার এক ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়।

মঙ্গলবার বিকাল সোয়া ৪ টার দিকে মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে বগিটি উদ্ধার করা হয়।

এই নিয়ে গত দুমাসে একই স্থানে তিনবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো।

যশোর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, খুলনা থেকে মালবাহী একটি ট্রেন দুপুরে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

বিকাল সোয়া ৪ টার দিকে সিঙ্গিয়া রেল স্টেশনের কাছে যশোর-খুলনা মহাসড়কের রেলক্রসিং পার হয়ে এক নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে যাওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রতিক্ষণ/এডি/ কাকন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G