অবৈধ বিলবোর্ড সরানোর নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
আগামি ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা ও চট্টগ্রামে সব ধরনের নির্বাচনী প্রচারণামূলক বিলবোর্ড, ব্যানার সরানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
বুধবার বিকেলে ইসি সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সামনে তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করার সময় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আজ থেকে তফসিল ঘোষণা করা হলো। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণামূলক বিলবোর্ড ব্যানার ৪৮ ঘণ্টার মধ্যে নামিয়ে ফেলার নির্দেশ দেয়া হলো।
এ সময়ের মধ্যে যারা এসব প্রচারণামূলক বিলবোর্ড নামাবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ইসি।’
তিনি বলেন, ‘আইনানুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীরা প্রতীক পেলে প্রচারণা চালাতে পারে। এ প্রচারণা শেষ হয় ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে।’
প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনে চলার মধ্য দিয়ে সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন করা সম্ভব। তাই আশা করি, প্রার্থী নিজে এবং তার এজেন্ট নির্বাচনী আচরণবিধি মেনে চলবে।’
এ সময় তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে তিন সিটির নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ মার্চ। মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল। প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল।
প্রতিক্ষণ/এডি/রানা