বিশ বছর পর ভারত থেকে বাংলাদেশে এলেন ৫ নারী
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
দীর্ঘ ২০ বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন পাঁচ জন নারী। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ইমিগ্রেশন ওই নারীদের পোর্ট থানায় সোপর্দ করে। সেখান থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুলনা মিশনারিজ অব চ্যারেটি (ব্রাদার্স) মাদার তেরসার কর্মকর্তারা তাদের গ্রহণ করেন।
ফেরত আসা নারীরা হলেন- জামালপুর জেলার আফজাল খানের মেয়ে কাজল (৪২), খুলনার ইছর আলীর মেয়ে জামিলা (৪৪), সতিশ চন্দ্রের মেয়ে অর্চনা শাহা (৪৬), রশিক পালের মেয়ে অজমিতা (৪৩) ও গোপালগঞ্জের দিনবন্ধু ঘরনীর মেয়ে শিখারী রানী (৪৭)।
পুলিশ জানায়, ১৮/২০ বছর আগে মানসিক ভারসাম্যহীন এসব নারী সীমান্ত পেরিয়ে ভারতে যান। এরপর বিভিন্ন শহরের অলি-গলিতে থাকতেন। সেখান থেকে কলকাতার মিশনারিজ অব চ্যারেটি (ব্রাদার্স) মাদার তেরসা এদের উদ্ধার করে। দীর্ঘদিন তাদের আশ্রমে রেখে সেবা দেওয়া হয়। পরে তারা সুস্থ হলে নামপরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে, দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
খুলনা মিশনারিজ অব চ্যারেটির কর্মকর্তা সিস্টার ইলিনেট বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ/এডি/রানা