নতুন প্রধান বিচারপতির সিনহার শপথ আজ
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) প্রধান বিচারপতি হিসেবে আজ শনিবার শপথ নিচ্ছেন। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।
সরকার গত ১২ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এসকে সিনহা) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে। ওইদিন আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এসকে সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
গত সোমবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বাংলামেইলকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে বিচারপতি এসকে সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। ১৭ জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর হবে। এসকে সিনহা দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।’
এর আগে বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের অনুপস্থিতিতে গত ১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের মেয়াদ শেষ হয়েছে গত ১৫ জানুয়ারি।
১৯৭৪ সালে সিলেট জজকোর্টে এসকে সিনহা আইন পেশা শুরু করেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায়, সংবিধানের পঞ্চম সংশোধনীর রায়সহ যুদ্ধাপরাধ মামলার বেশ কয়েকটি আপিলের রায় প্রদান করেছেন।
প্রতিক্ষণ/এডি/বাবর