আইসিসির কাছে আবেদন করবে বিসিবি

প্রথম প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

paponবাংলাদেশ বনাম ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বাজে সিদ্ধান্ত নিয়ে এতোমধ্যে জোরালো কন্ঠে প্রতিবাদ জানিয়েছেন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল।

একই বিষয়ে সরব হচ্ছে বাংলাদেশের ক্রিকেট অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ করার এখতিয়ার আছে বিসিবির। আর বিসিবি সেটি করবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “পুরো দুনিয়া দেখেছে আম্পায়ারিং কেমন হয়েছে। এটা তো হতে পারে না। একাধিক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের বিপক্ষে গেছে। আমি আইসিসি সভাপতির সঙ্গে বসেছিলাম। তাকে বলেছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। দৈনিক রিপোর্টে তো আমরা দিচ্ছিই। আরো শক্তভাবে কি করা যায় সেটাও দেখা হচ্ছে।”

প্রতিক্ষণ/এডি/মাহমুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G