শাহজালাল ও শাহআমানতে স্বর্ণসহ আটক দুই

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

1414480713চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর ও ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শাহ আমানতে ১৬টি সোনার বারসহ জাহাঙ্গীর আলম নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জাহাঙ্গীর সোনার বারগুলো তার জুতার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। প্রতিটি বারের ওজন প্রায় ১০ তোলা। বারগুলোর বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। আজ সকালে এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে করে তিনি চট্টগ্রামে আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

এদিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণসহ এম এ মালেক (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সকালে বিমানবন্দর টার্মিনালের দুই নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।

এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আকতার জানান, মালেক আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে দেশে আসেন। বিমানবন্দর টার্মিনালের দুই নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে এপিবিএন এর গোয়েন্দা সদস্যরা মালেককে আটক করেন। তার শরীর ও জুতায় তল্লাশি চালিয়ে স্বর্ণালঙ্কার ও সোনার পাত মিলিয়ে প্রায় ৮০০ গ্রাম সোনা জব্দ করা হয়।

পরে তাকে আটক করা হয়। মালেকের গ্রামের বাড়ি শরীয়তপুরে।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G