অপহরণের দু’মাসেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ময়মনসিংহের ত্রিশালে অপহরণের দু’মাস পরেও উদ্ধার হয়নি স্থানীয় ইসলামী একাডেমির ১০ম শ্রেণীর ছাত্রী সাবরিনা আক্তার শিউলী। উল্টো অপহরণে জড়িতদের হুমকিতে চরম আতঙ্কে রয়েছেন অপহৃতার পরিবার। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি এলাকার বাসিন্দা হেলাল উদ্দীনের মেয়ে সাবরিনা আক্তার শিউলী। চলতি বছরের ২৭ জানুয়ারি সন্ধ্যার দিকে বাড়ির পাশ থেকে ত্রিশাল ইউনিয়নের বাগান রাগামারা এলাকার আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান ও তার সহযোগীরা জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।
এর আগে, শিউলীকে প্রায় সময়ই স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতেন জাহিদ। অপহরণের পর গত ৩০ জানুয়ারি শিউলির বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ জাহিদের বাবা আবুল হোসেনকে গ্রেফতার করলেও পরবর্তীতে তিনি জামিনে বেরিয়ে এসে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ শিউলির পরিবারের।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ত্রিশাল থানার উপ পরিদর্শক (এসআই) সামিম আল মামুন জানান, অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। মূল আসামিরা পলাতক রয়েছে। তবে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রতিক্ষণ/এডি/সুজন