সিলেটে দুই কোটি টাকার হেরোইন জব্দ

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৮:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Sylhet-01-1427059427 (1)পাকিস্তান থেকে আসা দুই কোটি টাকার হেরোইন চালান জব্দ করেছে সিলেট কাস্টমস্ কর্তৃপক্ষ। রোববার রাত সাড়ে ১০টায় সিলেট কাস্টমসের অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পাকিন্তানের লাহোর থেকে বিশেষ পদ্ধতিতে প্যাকেট করা এ হেরোইন চালান আসে। পরে দুপুর আড়াইটার দিকে গোপন খবরের ভিত্তিতে কাস্টমস বিভাগ সিলেট ফরেন পোস্ট অফিসের একটি পার্সেলের বাক্স খুলে তাতে তল্লাশী চালায়।

এ সময় পার্সেলটিতে কাপড়ের ব্যাগের মধ্যে ১০টি লেডিস ব্যাগ পাওয়া যায়। আর ওই ব্যাগগুলোর ভেতরে ২ কেজি ৮০ গ্রাম ওজনের হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। ভ্যানেটি ব্যাগ খুলে তার ভেতর থেকে পলিথিনের ছোট ১৭০টি প্যাকেট উদ্ধার করা হয়, যা জব্দ করে কাস্টমসের সিলেটের গুদামে রাখা হয়েছে।

আটককৃত হেরোইন পাউডারের সত্যতা যাচাইয়ের নিমিত্তে মাদকদ্রব্য অধিদপ্তরকে নমুনা সংগ্রহের জন্য চিঠি দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। এ চালানের গায়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশু ঘোষাই নামে এক ব্যক্তির নাম ও মোবাইল নম্বর লেখা ছিল। উল্লেখ্য, গত বছরের মার্চে পাকিস্তান থেকে আসা ৮ কেজি হেরোইনের চালান আটক করা হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G