ইলিশ উন্নয়নে বিশেষ তহবিল
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
জাটকা সংরক্ষণের উপায় হিসেবে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ তহবিলের নাম হবে `ইলিশ উন্নয়ন ট্রাস্ট ফান্ড`।
ইলিশ সম্পদ উন্নয়নের জন্য আগামী ১ এপ্রিল মৎস্য ও চিংড়ি-সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটির সভায় এ তহবিল গঠনের প্রস্তাব করা হবে।
এ লক্ষ্যে রোববার মৎস্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে মৎস্য সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে মৎস্যমন্ত্রী ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য সচিব সেলিনা আফরোজা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং বন ও পরিবেশ, ভূমি ও নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/রবি