ড. ইউনূসকে ২৯ মার্চ এনবিআরে তলব

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

unusসময়মতো বকেয়া কর পরিশোধ না করার অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ওইদিন বেলা ১১ টায় সংশ্লিষ্ট কর কমিশনারের সঙ্গে তাকে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টি আঞ্চলিক কার্যালয় থেকে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

গত রোববার এনবিআরের কর অঞ্চল-৬ (ঢাকা)-এর ১১৪ নং সার্কেল থেকে তাকে তলব করে চিঠি পাঠানো হয়েছে বলে জাতীয় একটি দৈনিক খবর প্রকাশ করেছে।

সূত্র মতে, ড. মুহাম্মদ ইউনূসের (করদাতা শনাক্তকরণ নম্বর— টিআইএন ১৭৯১০২৮৬৯৫) বকেয়া করের পরিমাণ ১৩ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ১২০ টাকা। ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষের এ বকেয়া পরিশোধের জন্য এনবিআরের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হয় তাকে। তবে এ বিষয়ে ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠা করা গ্রামীণ ব্যাংক ও তার ৫৪ সহযোগী প্রতিষ্ঠানের আয়করের নথি তলব করে এনবিআর। ওই সময় কর বিভাগ থেকে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোকে চিঠি দিয়ে হালনাগাদ তথ্য দিতে বলা হয়।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G