‘শিগগিরই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে’

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

suronjit 22শিগগিরই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার সকালে সিলেট সার্কিট হাউসে সুনামগঞ্জের দিরাই উচ্চবিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ‘গত আড়াই মাসের আন্দোলনে ৬০ জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ৬০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। মানুষ মেরে, নাশকতা চালিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের বিকল্প অধিকতর গণতন্ত্র। সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতার সঙ্গে গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না।’

বিএনপি ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সিলেট ও গাজীপুর সিটি নির্বাচন বর্তমান সরকারের আমলেই হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপির মধ্যে যারা গণতন্ত্রপন্থি, শান্তিপন্থি, নির্বাচনপন্থি, তারা বিজয়ী হবে।’

যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপিকে বুঝতে হবে যুদ্ধাপরাধ বিষয়টা জামায়াতের। তারা জামায়াতকে ছেড়ে গণতন্ত্রের পথে আসুক।’

প্রতিক্ষণ/এডি/মামুন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G