‘পুরুষ নির্যাতন প্রতিরোধ আইনের দাবি’

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ পূর্বাহ্ণ

সংসদ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

haji selim 22পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজি মো. সেলিম।

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনির্ধারিত আলোচনায় তিনি এই দাবি জানান।

তিনি বলেন, দেশের নারী নির্যাতন প্রতিরোধে আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন প্রতিরোধেও আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। আজ এটা জনদাবিতে পরিণত হয়েছে।’

হাজী সেলিম বলেন, ‘সংসদ সদস্য হিসেবে আমিও একটু-আকটু বিচার করে থাকি। যদি কোনো দিন আমার বাড়িতে ২০ টি বিচার হয়ে থাকে তার মধ্যে ১৫ টি থাকে স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে। স্বামীরা স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠছে। তারপর আবার যখন পুরুষরা স্ত্রীকে কিছু বলে তখন তার বিরুদ্ধে মামলা হয়।

মেয়ের পক্ষ থেকে তার আত্মীয় স্বজনরা ছেলের বাড়ি ভাংচুর করে, হামলা করে। ছেলে পালিয়ে থাকে। আটক হলে তিন মাসের আগে জামিন পায় না। তাই নারীদের যদি সমান অধিকার থাকে তাহলে পুরুষেরও সমান অধিকার থাকা উচিৎ। পুরুষ নির্যাতনে তাই একটি আইন প্রণয়ন করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার আপনি খেয়াল করেছেন, আমি যখন পুরুষ নির্যাতন প্রতিরোধে আইনের দাবি করেছি তখন সবাই (সংসদ সদস্য) টেবিলে চাপড়েছে। যার মানে সবার সমর্থন আছে।’

এসময়, মেয়র নির্বাচন করার জন্য আগামী দুই-এক দিনের মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/নাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G