নিলামে উঠছে টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীর চিঠি

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১২ অপরাহ্ণ

titanic chithiআন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

নিলামে উঠছে টাইটানিক জাহাজ ডুবি থেকে প্রাণে বেঁচে যাওয়া যুক্তরাজ্যের এক অভিজাত যাত্রীর লেখা চিঠি।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে উন্মুক্ত নিলামে উঠবে চিঠিটি। লেডি লুসি ডাফ-গর্ডনের লেখা ওই চিঠিটি দুই পৃষ্ঠার। নিউইয়র্কে থাকা এক বন্ধুকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি লিখেছিলেন তিনি। চিঠিতে ১৯১২ সালের ২৭ মে তারিখ লেখা।

পেশায় ফ্যাশন ডিজাইনার লুসি ও তাঁর স্বামী কসমো ডুবে যাওয়া টাইটানিকের প্রথম শ্রেণিতে ভ্রমণ করছিলেন। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে বরফের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় টাইটানিক। জাহাজে থাকা জীবনতরী-১এ উঠে ওই দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান লুসি ও কসমো। ৪০ জন ধারণক্ষমতার ওই জীবনতরীতে ১২ জন যাত্রী ছিলেন।

জানা যায় জীবনতরী-১-এ অন্য যাত্রীদের তোলা হয়নি। পরবর্তীতে সেটি নিয়ে ব্যপক সমালোচনাও হয়। নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন জানিয়েছে, চিঠিটি ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টনে নিলামে তোলা হবে। এর দাম উঠতে পারে ছয় হাজার ডলার

প্রতিক্ষণ/এডি/কনা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G