যুবলীগের হামলায় যুবদল নেতার মৃত্যু

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

feniযুবলীগের হামলায় আহত ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের সাবেক যুবদল নেতা দেলোয়ার হোসেন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ফেনী কসমোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ার দৌলতপুর গ্রামের সফি উল্যাহর ছেলে।

চাঁদা না দেয়ায় মিলন ও স্বপনের নেতৃতে ১০/১২ জন যুবলীগ নেতা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ধানক্ষেতে ফেলে রেখে চলে যায় বলে দাবি করেছেন ইউনিয়ন যুবদল সভাপতি নুরনবী।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই মাসে আগে দেলোয়ার মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে। দেশে আসার পর স্থানীয় যুবলীগ কর্মীরা তার কাছে চাঁদা দাবি করে। রাজী না হওয়ায় গত ২৪ মার্চ ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাজিকোণায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ধানক্ষেতে ফেলে রেখে চলে যায়।

আহত অবস্থায় উদ্ধার করে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে এনে ফেনীর বেসরকারি প্রাইভেট হাসপাতাল কসমোপলিটনে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার জিয়াউল হক তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানেন না বলে জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/মিজান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G